Bengal Barota (Issue February - March, 2016)

Highlights
বেঙ্গল বারতার এবারের সংখ্যাটি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বইমেলাকে কেন্দ্র করে পাঠকের জন্য সাজিয়েছি। বইমেলায় গিয়ে নতুন বই কেনার যে আনন্দ, এ আর কিসে মিলবে! যদিও যুগের পরিবর্তনের হাওয়ায় এখন অনেকে ই-বই পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভবিষ্যৎ পাঠকের কথা চিন্তা করে সম্প্রতি বেঙ্গল ফাউন্ডেশন বাংলা সাহিত্যকে বাঙালির কাছে সহজে ও সুলভে পৌঁছে দেওয়ার অভিপ্রায়ে ই-বই প্রকল্পের সূচনা করেছে। আশার কথা, এখন অনেক প্রকাশকই এ প্রকল্প হাতে নিয়েছেন। আমরা তাঁদের সাধুবাদ জানাই। সর্বোপরি আমাদের উদ্দেশ্য, পাঠকেরা আরও বেশি বেশি বই পড়ুক।
Price৳100.00excl. TAX
Qty
Free Shipping
ফাগুনের হাওয়া বইছে। যান্ত্রিকতার এই জীবনে প্রকৃতির রং-রূপ-বৈচিত্র্য অনুভব করার সময় হয়তো আমাদের নেই। তবু একটু ঘন গাছের সারির মাঝে দাঁড়ালেই শুনতে পাওয়া যেতে পারে কোকিলের কুহুতান। এই শহুরে একঘেয়ে জীবনে এটাই বা কম কী! ফাগুন হলো উৎসবমুখর মাস। আর রাজধানী ঢাকায় মাসব্যাপী যে বইমেলা চলে, তাতে লেখক, প্রকাশক ও পাঠকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সত্যিকার অর্থে এ সময়টাকে আরও প্রাণবন্ত করে তোলে। বেঙ্গল বারতার এবারের সংখ্যাটি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বইমেলাকে কেন্দ্র করে পাঠকের জন্য সাজিয়েছি। বইমেলায় গিয়ে নতুন বই কেনার যে আনন্দ, এ আর কিসে মিলবে! যদিও যুগের পরিবর্তনের হাওয়ায় এখন অনেকে ই-বই পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভবিষ্যৎ পাঠকের কথা চিন্তা করে সম্প্রতি বেঙ্গল ফাউন্ডেশন বাংলা সাহিত্যকে বাঙালির কাছে সহজে ও সুলভে পৌঁছে দেওয়ার অভিপ্রায়ে ই-বই প্রকল্পের সূচনা করেছে। আশার কথা, এখন অনেক প্রকাশকই এ প্রকল্প হাতে নিয়েছেন। আমরা তাঁদের সাধুবাদ জানাই। সর্বোপরি আমাদের উদ্দেশ্য, পাঠকেরা আরও বেশি বেশি বই পড়ুক। সবাইকে বসন্তের শুভেচ্ছা। ‪#‎সম্পাদকীয়‬ ‪#‎বেঙ্গল_বারতা‬ ‪#‎bengal_barota‬
Found: 0

No reviews found
Shopping Cart
Your shopping cart is empty!